নারী দিবসে ইউসেপের আয়োজন
'আজকের তরুণরাই ২০৪১ সালে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলবে এবং বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে। এভাবেই নারী-পুরুষের সমতা সমাজে আরও জোরালোভাবে প্রতিষ্ঠিত হবে'- আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ইউসেপ বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আশা ব্যক্ত করেন এনজিও ব্যুরোর মহাপরিচালক কে এম আবদুস সালাম।
দিবসটির ভাবনার সঙ্গে মিল রেখে মঞ্চে নাটক, নাচ ও গান পরিবেশন করেন ইউসেপ বাংলাদেশের শিক্ষার্থীরা। দুই প্রাক্তন শিক্ষার্থী তুলে ধরেন তাদের সাফল্যের গল্প। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান লায়ন জেএল ভৌমিক, নির্বাহী পরিচালক তাহসিনাহ্ আহমেদসহ অন্যান্য কর্মকর্তা।
সমাজের স্বল্প-সুবিধাভোগী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ইউসেপ বাংলাদেশ ১৯৭২ সাল থেকে বিশেষত শিশু ও যুবাদের সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ এবং শোভন কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করছে। কর্মক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ আরও বেশিমাত্রায় নিশ্চিত করতে নানামুখি কার্যক্রম পরিচালনা করছে এটি।
নারীদের নিয়ে কাজ করার জন্য জেন্ডার নীতি প্রনয়ণ ও বাস্তবায়ন এবং নারী শিক্ষার্থীদের জন্য জেন্ডার বান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইউসেপ বাংলাদেশ।