পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৫ ডিগ্রি
উত্তরে দেশের সর্বশেষ জেলা পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি বছরের এখনও পর্যন্ত এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
রোববার (২৯ ডিসেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রহিদুল ইসলাম জানান, আজ সকাল ৬টায় ৫.৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলেও তিন ঘণ্টা পর সকাল ৯টায় তা ৪.৫ ডিগ্রিতে নেমে এসেছে।
হিমালয়ের খুব কাছাকাছি হওয়ায় জেলার সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায় অনুভূত হচ্ছে হাড়কাঁপানো শীত। গত কয়েকদিন ধরে ভালোভাবে দেখা মিলছে না সূর্যের। আবার সূর্য উঠলেও তাপমাত্রা বাড়ছে না।
পঞ্চগড়ে বেশ কয়েকদিন ধরেই দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। দিন দিন তাপমাত্রা আরও কমে আসছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে শীতের তীব্রতা। জানুয়ারিতে তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাস রয়েছে।
এদিকে, হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে, যাদের বেশিরভাগ রোগী শিশু ও বৃদ্ধ। প্রতিদিন শতাধিক রোগী হাসপাতালগুলোর বহির্বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ জানুয়ারি তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল আবহাওয়া অধিদপ্তর। চলতি বছরে তা অতিক্রম করবে কি না তা সময়ই ওপরই নির্ভর করছে।