পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/12/13/winter_and_cold_1.jpeg)
পঞ্চগড়ে শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমে এসেছে এক অঙ্কে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) জেলার তেঁতুলিয়ায় সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি এ মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে এর আগে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, কুয়াশা কমে যাওয়ায় হিমালয়ের হিমেল বাতাস প্রবাহিত হচ্ছে, ফলে তাপমাত্রা কমে গেছে।
তিনি ব্যাখ্যা করেন, কুয়াশা ঘন থাকলে তাপমাত্রা কিছুটা বেড়ে যায়, আর কুয়াশা কেটে গিয়ে বাতাস প্রবাহিত শুরু হলে তাপমাত্রা নিচে নেমে যায়।
আজ শুক্রবারও আবহাওয়া একই ধরনের রয়েছে। সকাল আটটার দিকে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কমেনি।
পুরাতন পঞ্চগড় এলাকার বাসিন্দা জিপু ইসলাম বলেন, রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার সঙ্গে বাতাস বইছে। সূর্য উঠলেও ঠান্ডা অনুভূতি কমছে না।
জেলা প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত ১৭ হাজার কম্বল বিতরণ করা হয়েছে এবং আরও কম্বল কেনার জন্য ৩৩ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। তবে চা শ্রমিক, পাথর শ্রমিক এবং খেটে খাওয়া দরিদ্র মানুষ শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছেন।
দিনমজুর সোহরাব আলী বলেন, কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে কাজকর্ম কমে গেছে। আয়-রোজগার কম থাকায় পরিবার নিয়ে কষ্টে আছি।