পর্যটন কেন্দ্রগুলোয় ‘ডেডিকেটেড ক্যাসিনো’ স্থাপনের পরামর্শ সংসদীয় কমিটির
পর্যটন কেন্দ্রগুলোতে বিদেশি পর্যটকদের জন্য "ডেডিকেটেড" ক্যাসিনোসহ তাদের বিনোদন উপযোগী ব্যবস্থা রেখে স্থাপনা নির্মাণের জন্য সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশি পর্যটকদের আকর্ষিত করতে তাদের ভিসা ও অভিবাসন প্রক্রিয়া সহজীকরণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও সুপারিশ করেছে এই কমিটি।
আজ সংসদ ভবনে আ স ম ফিরোজ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বৈঠকটি । কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মোঃ মাহবুব উল আলম হানিফ, মির্জা আজম, মুহিবুর রহমান মানিক এবং নাহিদ ইজাহার খান উপস্থিত ছিলেন এ সভায়।
বৈঠকে করোনা মহামারির ফলে পর্যটন শিল্পের ক্ষয়-ক্ষতি এবং এ থেকে উত্তরণে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (বিপিসি) কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে সংসদীয় কমিটি কুয়াকাটায় অপরিকল্পিত পর্যটন সুবিধা নির্মাণ বন্ধের জন্য সুপারিশ করে এবং একটি মাস্টার প্ল্যানের মাধ্যমে আধুনিক, আকর্ষণীয় এবং উন্নত সুবিধা নির্মাণের পরামর্শ দেয়।
কুয়াকাটার পর্যটন এলাকা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে অগোছালো স্থাপনা নির্মাণ বন্ধ করতে, এবং মাস্টার প্ল্যানের মাধ্যমে আধুনিক, আকর্ষণীয় এবং উন্নত সুযোগ সুবিধা সম্বলিত পর্যটন স্থাপনা তৈরি করা জন্যও সুপারিশ করেছে কমিটি।
এছাড়া, পর্যটন শিল্প বিকাশের স্বার্থে আন্তর্জাতিক পর্যটন সংস্থাসহ দেশি-বিদেশি ট্যুর অপারেটরদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে তাদের সহযোগিতা গ্রহণের জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি।