পারিবারিক দ্বন্দ্বের বলি ৪ বছরের শিশু
চট্টগ্রামের ফটিকছড়িতে ৪ বছরের শিশু হত্যার রহস্য উন্মোচন করেছে বলে দাবি করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
পুলিশের দাবি, পারিবারিক দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় শিশুর আপন চাচী রেশমা আক্তারকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার পাইন্দং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী আবুল হোসেনের বাড়িতে নিজ ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রেশমা আক্তার (২৫) শিশুটির বড় চাচা মো.হাশেমের স্ত্রী। নির্মম খুনের শিকার আবদুল্লাহ আল দিহান প্রবাসী দিদারুল আলমের ছেলে।
পুলিশ জানিয়েছে, শিশুটির মায়ের ওপর আক্রোশ থেকে শিশুটিকে ১২ কোপে বীভৎসভাবে খুন করেছে ওই নারী।
এর আগে গত রোববার দুপুরে বাড়ির পেছনে একটি পরিত্যক্ত ঘর থেকে কলাপাতায় মোড়ানো শরীরের বিভিন্নস্থানে জখম অবস্থায় দিহানের লাশ পাওয়া যায়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, "হত্যাকাণ্ডের খবর পেয়ে আমরা ওই বাড়িতে যাই। শুরু থেকেই রেশমার আচরণ আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছিল। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে সে খুনের কথা স্বীকার করে। খুনের পর রান্নাঘরে লুকিয়ে রাখা ধারালো অস্ত্রটিও সে আমাদের বের করে দিয়েছে।"
ওসি আরো বলেন, "জিজ্ঞাসাবাদে রেশমা জানিয়েছে, দিহানের মায়ের সঙ্গে তার স্বামী হাশেমের অবৈধ মেলামেশা একদিন দেখে ফেলে সে। এরপর ওই নারীর প্রতি আক্রোশ তৈরি হয়। দুপুরে দিহানকে একা পেয়ে পরিত্যক্ত ঘরে নিয়ে কুপিয়ে খুন করে। তারপর লাশ লুকিয়ে রেখে নিজেই রক্ত পরিষ্কার করে।"
দিহানের পুরো শরীরে ১২টি কোপের চিহ্ন সুরতহাল প্রতিবেদনে এসেছে বলে জানিয়েছেন ওসি।