প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে স্কটল্যান্ডের এমপি হলেন ফয়সল
প্রথম বাংলাদেশি হিসেবে স্কটল্যান্ডের সংসদের সদস্য (এমএসপি) নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল হোসেন চৌধুরী।
গেল বৃহস্পতিবার স্কটিশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ফয়সল সেখানে স্কটিশ লেবার পার্টির হয়ে লোথিয়ান অঞ্চল থেকে নির্বাচিত হন।
চলমান করোনাভাইরাস সংকটের মধ্যেই অনুষ্ঠিত নির্বাচনের একদিন পর ভোট গণনা শুরু হয়। শনিবার রাতে রিটার্নিং অফিসার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এদিকে ফয়সলের জয়ের খবরে আনন্দে উচ্ছ্বসিত স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূতরা। ফয়সলের জন্ম বাংলাদেশের হবিগঞ্জ জেলায়।
এর আগে ফয়সল চৌধুরী ২০১৭ সালের ওয়েস্টমিনিস্টার সংসদ নির্বাচনে লেবার পার্টির হয়ে এডিনবার্গ সাউথইস্ট অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ফয়সল পেশায় একজন ব্যবসায়ী। ২০১৪ সালে স্কটিশ গণভোটের সময় তিনি 'বাংলাদেশিজ ফর বেটার টুগেদার ক্যাম্পেইন' এ সহযোগিতা করেন।