ফুটপাতে ইফতারি বিক্রি নিষিদ্ধ করলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ
রমজানে ফুটপাত বা যত্রতত্র ইফতারি তৈরি ও বিক্রয় করা যাবে না বলে নির্দেশ জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে পবিত্র মাহে রমজানের ইফতার ও সেহেরির ক্ষেত্রে সিএমপি কয়েকটি নির্দেশনা জারি করেছে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
জারিকৃত অন্যান্য নির্দেশনাগুলো হচ্ছে- রেস্টুরেন্ট বা খাবার দোকানে বসে ইফতার করা যাবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার কিনে প্যাকেটে করে নিয়ে যেতে হবে। সন্ধ্যা ৬টার পর ইফতার বিক্রি করা যাবে না, ইফতার পার্টির আয়োজন করা যাবে না ও অনুমতি ছাড়া কোথাও ইফতার বিতরণ করা যাবে না।
সিএমপির অতিরিক্ত কমিশনার (জনসংযোগ) আবু বক্কর ছিদ্দিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এ সব নির্দেশনা বাস্তবায়নে পুলিশের একাধিক টিম মাঠে থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ সব নির্দেশনা পরবর্তী আদেশ দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।