ফেরিতে শুধু পণ্যবাহী যানবাহন ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে: বিআইডব্লিউটিএ
ফেরিতে সব ধরনের যাত্রীবাহী যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অবশ্য ফেরিগুলো শুধুমাত্র পণ্যবাহী যানবাহন ও অ্যাম্বুলেন্স পারাপার করবে বলে বিআইডব্লিউটিএ আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি দিনে দিনে মারাত্মক অবনতি হওয়ায় প্রাণঘাতি ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞ বে-নজির আহমেদ বলেছেন, ভাইরাসের ব্যাপক বিস্তার ঘটার দুটি আয়োজন রয়েছে আমাদের সামনে- কুরবানির হাট ও ঈদ উল আজহা। এইসব আয়োজনের মাধ্যমে লোকেদের মধ্য দিয়ে শহরগুলোতে করোনাভাইরাস ছড়িয়ে যেতে পারে।
এদিকে, শুধুমাত্র জরুরি সেবায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৫টি এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ৩টি ফেরি চলাচল করছে বলে বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান গণমাধ্যমে নিশ্চিত করেছেন।