ফ্যাক্ট চেক: ভাইরাল হওয়া লাশের সারির ভিডিওটি ময়মনসিংহ মেডিকেলের নয়
সামাজিক যোগাযোগ মাধ্যমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় হাসপাতালের লাশ ঘরের সামনের রাস্তায় সারিবদ্ধ লাশ রাখা। ভীড় করে মানুষ সেই লাশ দেখছে। ভিডিওর ক্যাপশনে লেখা, 'এটি ইন্ডিয়ার কোন চিত্র নয় ময়মনসিংহ মেডিকেলের চিত্র'। ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিকে একটি হিন্দি গান দেয়া।
ভিডিওতে দেখতে পাওয়া লাশ গুলো ময়মনসিংহ মেডিকেলে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া মানুষ মনে করে অনেকেই সামাজিক মাধ্যমে সেটি শেয়ার করেছেন। যা সারা দেশে ভাইরাল।
ভিডিওটির সত্যতা জানতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা বিষয় মুখপাত্র (ফোকাল পার্সন) ডা. মহিউদ্দিন খান বলেন, "যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি একটি ভূয়া ভিডিও। ময়মনসিংহ মেডিকেলের ভিডিও চিত্র এটি নয়। এটি অন্যকোন হাসপাতালের।"
তিনি বলেন, "ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে ফেসবুকে ভিডিওটি নিয়ে একটি পোস্ট করা হয়েছে। যেখানে এই ভিডিওটি ভূয়া বলে জানানো হয়েছে।"
এদিকে এই ভিডিওটি আসলে কীসের এবং কোন হাসপাতালের তা জানতে অনুসন্ধান করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
আমাদের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব নিশ্চিত করেছেন ভিডিওটি করোনায় আক্রান্ত লাশের সারিরও নয়। যে মৃতদেহগুলো দেখা যাচ্ছে, সেগুলো গত ২৭ মার্চ রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনার নিহতদের লাশ। দুর্ঘটনার পর লাশগুলো রাজশাহী মেডিকেলে নেওয়ার পর ওই ভিডিওটি ধারণ করা হয়।
বেসরকারি টেলিভিশন এসএ টিভির রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল গনি সেলিমও নিশ্চিত করে জানিয়েছেন এই চিত্রটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো ভিডিও।
উল্লেখ্য, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল অবকাঠামোগতভাবে একই রকম দেখতে।