বকেয়া অর্থ ফেরতে ছয় মাস জোরাজুরি না করতে ইভ্যালির গ্রাহকদের হাইকোর্টের নির্দেশ
বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি লিমিটেডের নতুন পরিচালনা পর্ষদের কাছে বকেয়া পরিশোধের জন্য ছয় মাস জোরাজুরি না করতে গ্রাহক বা মার্চেন্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
দৈনিক প্রথম আলো সূত্রে জানা যায়, তাদের ইস্যু নিয়ে ইভ্যালির প্রধান কার্যালয়ে যোগাযোগ করার নির্দেশ দিয়ে আদালত বলেছেন, কোম্পানি কোর্টের দৃষ্টি আকর্ষণের স্বাধীনতা তাদের থাকবে।
ইভ্যালির তত্ত্বাবধান করতে পাঁচ সদস্যের বোর্ড গঠন করে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ আদেশে এমন নির্দেশনা এসেছে।
এর আগে গত ১৮ অক্টোবর বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের কোম্পানি কোর্ট ওই বোর্ড সদস্যদের নাম ঘোষণা করে আদেশ দেন।
আদেশ অনুসারে পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে থাকবেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
অপর সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত সচিব মো. রেজাউল আহসান (স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগ), আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহমেদ এবং অতিরিক্ত সচিব (ওএসডি) মাহবুব কবির।
মাহবুব কবিরকে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দিয়েছেন আদালত।
আদালতের নিয়োগ করা নতুন ব্যবস্থাপনা পরিচালকের কাছে ইভ্যালির স্থাবর, অস্থাবর সম্পত্তি, টাকা, শেয়ার, প্রাপ্য এককালীন আমানত (সব ধরনের সম্পদ), ডিবেঞ্চার, গাড়ি, চাবি, ডকুমেন্টসহ অন্য সব বস্তু হস্তান্তর করতে ইভ্যালির বিদ্যমান পরিচালনা পর্ষদ বা প্রধান নির্বাহী কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।