বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুর টোল কমানো হবে না
বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর টোল বৃদ্ধির সিদ্ধান্তে অটল থাকছে সরকার। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে নতুন টোল হার কার্যকর হবে।
গত ২ নভেম্বর এই দুটি সেতুর টোল বৃদ্ধির কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগের এক কমিটি।
এদিকে টোল বৃদ্ধির খবরে চিন্তার ভাঁজ পড়ে ট্রাক, কাভার্ড ভ্যান ও মালবাহী পরিবহণ মালিকদের কপালে। বাড়তি টোল ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ঘোষণা করেন তারা।
চারদিন পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাংক লরি মালিক ও শ্রমিক সমিতির মধ্যে আলোচনা সভার পর ধর্মঘট প্রতাহার করে নেয় তারা।
বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহণ মালিক সমিতির সভাপতি মকবুল আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, বাড়তি কোনো টোল আরোপ করা হবেনা বলে ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
নতুন টোল হার অনুসারে বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেলের জন্য ৫০ টাকা, হালকা যানবাহনের জন্য (কার/জিপ) ৫৫০ টাকা, হালকা যানবাহনের জন্য ( ১.৫ টনের কম মাইক্রো, পিকআপ) ৬০০ টাকা, ছোট বাসের জন্য (৩১ আসন বা এর কম) ৭৫০ টাকা, বড় বাসের জন্য (৩২ আসন বা এর বেশি) ১ হাজার টাকা, ছোট ট্রাকের জন্য (৫ টন পর্যন্ত) ১ হাজার টাকা, মাঝারি ট্রাকের জন্য (৫ টন থেকে ৮ টন পর্যন্ত) ১ হাজার ২৫০ টাকা, মাঝারি ট্রাকের জন্য (৮ টন থেকে ১১ টন পর্যন্ত) ১ হাজার ৬০০ টাকা টোল দিতে হবে।
এছাড়াও, ৩ এক্সএল ট্রাকের জন্য ২ হাজার টাকা, ৪ এক্সএল ট্রেইলারের জন্য ৩ হাজার টাকা, ট্রেইলারের জন্য (৪ এক্সএলের বেশি) ৩ হাজার টাকার উপরে টাকা টোল দিতে হবে।
ট্রেনের ক্ষেত্রে টোল হার ৫০ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা করা হয়েছে।
মুক্তারপুর বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ ব্রিজে সিএনজি/অটোরিকশার জন্য (৩ চাকা বিশিষ্ট) ৩০ টাকা, কার/টেম্পুর জন্য ৫০ টাকা, জীপ/মাইক্রো/পিক-আপের জন্য (৪ চাকা বিশিষ্ট) ৫০ টাকা, ছোট বাসের জন্য (৩১ আসন বা এর কম) ১৫০ টাকা, বড় বাসের জন্য ২৫০ টাকা, ছোট ট্রাকের জন্য ২০০ টাকা, মাঝারি ট্রাকের জন্য (৫ টন থেকে ৮ টন পর্যন্ত) ২৫০ টাকা, মাঝারি ট্রাকের জন্য (৮ টন হতে ১১ টন পর্যন্ত) ৬০০ টাকা টোল দিতে হবে।
৩ এক্সএল ট্রাকের জন্য ৮০০ টাকা, ট্রেইলারের জন্য (৪ এক্সএল পর্যন্ত) ১ হাজার টাকা এবং ৪ এক্সএলের বেশি ট্রেইলারের ক্ষেত্রে ১ হাজার টাকার উপরে টোল দিতে হবে।