ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপারে রেকর্ড, সাড়ে ৩ কোটি টাকার উপরে টোল আদায়
রাত পোহালেই ঈদ। কোরবানির ঈদকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করছে ঘরমুখো মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কয়েকগুণ বেড়েছে ছোট-বড় যানবাহনের চাপ। ২৪ বছরের মধ্যে বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৪৮৮টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।
এর আগে ২০২১ সালের ১৩ মে ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়েছিল। আর তাতে টোল আদায় হয়েছিল ২ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ২৪০ টাকা।
বুধবার সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (২৬ জুন) রাত ১২টা থেকে মঙ্গলবার (২৭ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজায় পারাপার হয়েছে ৩৬ হাজার ৪৯১টি যানবাহন আর টোল আদায় হয়েছে ২ কোটি ৬ লাখ ৬৯ হাজার ৭৫০ টাকা। এছাড়া পশ্চিম টোল প্লাজায় পারাপার হয় ১৮ হাজার ৯৯৭টি যানবাহন। এতে টোল আদায় হয় এক কোটি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।
তিনি আরও জানান, ঈদযাত্রায় যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। যানজট এড়াতে সেতুর পূর্ব ও পশ্চিমে মোট ১৮টি বুথে টোল আদায় করা হচ্ছে।
প্রসঙ্গত, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিকভাবে গড়ে ১৫-২০ হাজার যানবাহন সেতু দিয়ে পারাপার হয়। ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে পরিবহনের সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ।