বঙ্গোপসাগরে দুর্ঘটনার কবলে ডালবাহী লাইটার জাহাজ
চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গর থেকে ডাল নিয়ে খুলনায় যাওয়ার পথে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে এমভি নিউ গোলাম রহমান নামের একটি লাইটার জাহাজ। রোববার সকালে এই ঘটনা ঘটে।
বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশিদ খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে মাদার ভেসেল (বড় জাহাজ) থেকে প্রায় ৯০০ থেকে ৯৫৯ টন পণ্য নিয়ে খুলনায় যাওয়ার পথে পতেঙ্গা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। সঙ্গে সঙ্গে জাহাজটিকে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় ভেড়ানো হয়।
এমভি নিউ গোলাম রহমান জাহাজের মালিক মোহাম্মদ ইউনুছ বলেন, ডাল নিয়ে জাহাজটি বঙ্গোপসাগরের পতেঙ্গা এলাকায় পৌঁছলে জাহাজের চেইন ছিঁড়ে যায়। পানি উঠে যাওয়ার উপক্রম হলে জাহাজটিকে উপকূলে নিয়ে আসা হয়। জাহাজের নাবিকরা নিরাপদে রয়েছেন।