বর্ধিত ভাড়া প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি
জ্বালানি তেলের বর্ধিত মূল্যে অধিক হারে মুনাফা অর্জনের সুযোগ দিতে সরকার মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী একচেটিয়াভাবে বাস ও লঞ্চের ভাড়া বৃদ্ধি করেছে বলে অভিযোগ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির।
সোমবার রাজধানীর সেগুনবাগিচার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মলনে বর্ধিত গণপরিবহন ভাড়া প্রত্যাখ্যান করে একটি ন্যায্য ও গ্রহণযোগ্য বাস ও লঞ্চের ভাড়া নির্ধারণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে সংগঠনটি।
'যাত্রী স্বার্থ জলাঞ্জলী দিয়ে মালিক শ্রমিক সরকার মিলেমিশে একচেটিয়াভাবে ভাড়া বৃদ্ধির' প্রতিবাদে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
তিনি বলেন, "জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর সকল পক্ষের সাথে আলাপ-আলোচনা করে সহনীয় মাত্রায় ভাড়া বৃদ্ধি করা হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হলেও এই ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে তা প্রতিফলিত হয়নি।"
তিনি আরও বলেন, "সঠিক ব্যয় বিশ্লেষণ করলে নতুন বাসের ক্ষেত্রে সর্বোচ্চ প্রতি কিলোমিটার ১.৬০ টাকা এবং পুরোনো গাড়ির ক্ষেত্রে ১.১০ টাকা ভাড়া নির্ধারণ করা যেত। অথচ এখন সব বাসের ক্ষেত্রে একলাফে ১.৪২ টাকা থেকে ভাড়া ১.৮০ টাকা করা হয়েছে।"
একইসঙ্গে বড় লঞ্চের ভাড়া (১৫০০ থেকে ২০০০ যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন) কিলোমিটার প্রতি ১ টাকা ৮০ পয়সা এবং ছোট নৌকা, ডিঙ্গি নৌকা, লঞ্চ, ট্রলারের (১৫০ থেকে ৫০০ যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন) কিলোমিটার প্রতি ভাড়া ১ টাকা ২০ পয়সা করার দাবি জানিয়েছে সংগঠনটি।