দেশে স্বাভাবিক হচ্ছে ফেসবুক সার্ভিস
প্রায় ৪৮ ঘণ্টা পর রোববার সন্ধ্যায় বাংলাদেশে ফেসবুক ও মেসেঞ্জার সার্ভিস আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে।
শুক্রবার দুপুর থেকে বাংলাদেশে ব্যবহারকারীরা এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সমস্যা পোহাচ্ছিলেন। ইতোমধ্যে কিছু ব্যবহারকারী ফেসবুকে ঢুকতে পারলেও অনেকেই বলছেন, তারা মোবাইল ডাটা ও কিছু আইএসপি থেকে এখনো ঢুকতে পারছে না।
আইটি বিশেষজ্ঞরা আশা করছেন, ধীরে ধীরে সবার জন্যই ফেসবুক ও মেসেঞ্জার সার্ভিস স্বাভাবিক হবে।
এর আগে, শুক্রবার ফেসবুকের এক মুখপাত্র বলেছিলেন, "বাংলাদেশে আমাদের সার্ভিসগুলো 'নিয়ন্ত্রিত' রাখা হয়েছে বলে জেনেছি আমরা। এ ব্যাপারে আমরা আরও খোঁজ নিচ্ছি। আশা করছি, শিগগিরই পূর্ণ 'অ্যাক্সেস' ফিরে আসবে।"
অবশ্য, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান সুব্রত রায় তখন গণমাধ্যমে জানিয়েছিলেন, "এটি একটি প্রযুক্তিগত সমস্যা। সমস্যাটি ঠিক কী- আমরা নিশ্চিত নই; তবে এই সাইটগুলোকে 'ব্লক' করা হয়নি।"
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে দেশের বিভিন্ন অংশে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় কর্মীদের সঙ্গে ইসলামপন্থী দলগুলোর বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটার পর এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা।