ইব্রাহিম খালেদের অবস্থা সংকটজনক
করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও প্রখ্যাত অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদের (৮১) শারীরিক অবস্থা সংকটজনক।
তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
'ইব্রাহিম খালেদের শারীরিক অবস্থা ভালো নয়। গত কয়েক ঘণ্টা ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমাদের চিকিৎসকরা তাকে সুস্থ করার সর্বাত্মক চেষ্টা করছেন,' বলেন বিএসএমএমইউ'র পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন।
জানুয়ারির শেষ সপ্তাহে ইব্রাহিম খালেদ করোনাভাইরাস এবং প্রবল নিউমোনিয়ায় আক্রান্ত হন।