বাগেরহাটে পিকআপ ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৬
বাগেরহাটে পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী ঘটনাস্থলে নিহত হন।
দুর্ঘটনার পরপরই নিহতদের মরদেহ উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে রেখেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
এ ঘটনায় পিকআপ চালক ওসমান গনিকে (২০) আটক করেছে ফকিরহাট থানা পুলিশ। ওসমান গনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার রঘুনাথপুর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।
বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক ও ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত ছয় যাত্রীর মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন বাগেরেহাট জেলার রামপাল উপজেলার চাকশ্রী বাজার এলাকার মৃত ওহিদের ছেলে আব্দুল হাই (৫৫), ফকিরহাট উপজেলার নলদা মৌভোগ এলাকার দিলিপ রাহার ছেলে উতপল রাহা (৪২) ও একই এলাকার মৃত জগদিশ দত্তের ছেলে নয়ন দত্ত (২১)।
গুরুতর আহত নূর মোহাম্মদের বাড়ি রামপালের চাকশ্রী এলাকায়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, 'আমরা ঘটনাস্থল থেকে ছয়টি মরদেহ উদ্ধার করেছি। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও ইজিবাইকসহ মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছি। ইজিবাইকে থাকা আরও এক যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইজিবাইকটি ফকিরহাট থেকে নওয়াপাড়া এলাকায় এবং ট্রাকটি ফকিরহাটের দিকে যাচ্ছিল।'
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, 'আমরা পিকআপ চালককে আটক করেছি। সে সাতক্ষীরা থেকে লোক নিয়ে শিবচর-মাদারীপুর গিয়েছিল। সেখানে লোক নামিয়ে দিয়ে ফেরার পথে পিআপটি ইজিবাইকটিকে ধাক্কা দেয়।'