বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকী গ্রেপ্তার
হেফাজতে ইসলামের আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ও প্রেস সচিব এনামুল হাসান ফারুকীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'গ্রেপ্তার এনামুল হাসান ফারুকীর বিরুদ্ধে আল্লামা শাহ আহমদ শফি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে।'
'এনামুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে', যোগ করেন মশিউর রহমান।
গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে হাটহাজারীতে ছাত্র বিক্ষোভে পুলিশের গুলিতে চার শিক্ষার্থী নিহত হয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাটহাজারী ডাক বাংলো, উপজেলা ভূমি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন দেয়। ২৬ মার্চ থেকে ২৮ মার্চ চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে দেওয়াল তুলে পুরো উপজেলা অবরুদ্ধ করে রাখেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। একই ঘটনার জেরে চট্টগ্রামের পটিয়া, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্নস্থানে রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটে।
এ ঘটনায় চট্টগ্রামের হাটহাজারী থানায় প্রথমে সাতটি মামলা দায়ের করা হয়, যাতে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। গত ২২ এপ্রিল আরও তিনটি মামলা দায়ের করা হয়, যার মধ্যে দু'টিতে প্রধান আসামি করা হয়েছে হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির আমির জুনায়েদ বাবুনগরীসহ বেশ কয়েকজন হেফাজত নেতাকে।