বাল্যবিবাহ করতে এসে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন বর
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আকতার ও মাসুদুর রহমান।
অভিযানে বর হাফেজ ছগির আহমদ খোকনকে ৫০ হাজার টাকা এবং কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আকতার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বাকলিয়া থানার ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। অভিযানে বাল্য বিবাহ নিরোধ আইনের ৭ (১) ও ৮ ধারা অনুযায়ী বরকে ৫০ হাজার টাকা ও কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের জেলের আদেশ দেওয়া হয়েছে।