বাসায় নিরাপদে থেকো: শিক্ষার্থীদের প্রতি সানবিমস অধ্যক্ষের শেষ বার্তা
'বাসায় নিরাপদে ও সুরক্ষিত থেকো'- করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রতি এটিই ছিল সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ নিলুফার মঞ্জুরের শেষ বার্তা।
এ বছরের এপ্রিলে নিজ স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীদের কাছে তিনি একটি চিঠি লিখেন। ইংরেজিতে লেখা সেই চিঠির অনুবাদ এখানে তুলে ধরা হলো:
'তোমার এবার নিজেদের আশপাশের মানুষদের আশীর্বাদের প্রতি কৃতজ্ঞ থাকার সময় হয়েছে। বাসায় নিরাপদ ও সুরক্ষিত থেকো। নিজ নিজ মানসিক চাপ ও উৎকণ্ঠা সত্ত্বেও যারা তোমাকে নিঃশর্ত ভালোবাসা দিয়ে আগলে রাখেন, সেই বাবা-মা ও পরিবারের সঙ্গে থেকো। তুমিও যে তাদের খেয়াল রেখো, এখন সময় হয়েছে সেটি তাদের বুঝিয়ে দেওয়ার। আমরা কত হরদম এ কাজ করতে ভুলে যাই! তাদের জীবনকে সহজ করে তুলতে তুমিও ভূমিকা রেখো। বাসার কাজে নিজে হাত লাগাও। একে অন্যের কথা শোনো। ভাবনা, আশা ও দুর্ভাবনা ভাগ করে নাও। একটা পরিবার হয়ে থেকো। তোমার সঙ্গে বাসায় থাকা যে বা যারা নিজের কাজ নিজে করতে চায় না বা পারেন না, তার প্রতি ধৈর্যশীল ও সদয় হও। অপেক্ষাকৃত কম সুবিধাপ্রাপ্তের পাশে দাঁড়াও। সবচেয়ে বড় কথা, ভালো অভ্যাস গড়ে তোলো এবং নিজের যত্ন নাও। এতক্ষণ যা বললাম, তার সবটাই তুমি করবে, এবং সম্ভব হলে আরও বেশি কিছু করবে- এ প্রত্যাশা করি। আমি জানি, আমাকে তুমি নিরাশ করবে না। জানি, একদিন তোমাকে নিয়ে আমরা গর্ব করব।'
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার দিবাগত রাত ১টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যক্ষ নিলুফার মঞ্জুর। ব্যক্তিজীবনে তিনি ছিলেন এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী।