বাসে ৫ টাকায় যেতে পারবে শিক্ষার্থীরা
চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া ১০টি বাস চালু করা হয়েছে। এগুলোর মাধ্যমে মাত্র পাঁচ টাকায় যেকোনো গন্তব্যে যেতে পারবে শিক্ষার্থীরা।
শনিবার সকালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বাসগুলোর যাত্রা উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী নওফেল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "এই বাস তোমাদের সম্পদ। তোমরা নিজেদের দায়িত্বে তোমাদের সম্পদ রক্ষণাবেক্ষণ করবে।"
তিনি বলেন, "পাঁচ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। সততার সঙ্গে সবাই সেটা দেবে। কারণ তোমরাও একদিন মন্ত্রী, এমপি, বিচারক, জেলা প্রশাসক হবে। সেদিন যাতে তোমরা সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পার, এই শিক্ষাটা স্কুল থেকে নিতে হবে।"
বিআরটিএ চট্টগ্রামের ব্যবস্থাপক এম জেড রহমান বলেন, মাত্র পাঁচ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। আজকের দিনে পাঁচ টাকা ভাড়া দেওয়া কোনো বিষয় নয়। বাসে কোনো ভাড়া কালেক্টর থাকবে না।
তিনি বলেন, "দুটি বক্স থাকবে। শিক্ষার্থীরা নিজ দায়িত্বে সেখানে ভাড়া ফেলে যাবেন। বাসে ওঠানামার জন্য শুধু দুজন সাহায্যকারী থাকবেন। এই বাস থেকে কোনো লাভের চিন্তা আমাদের নেই।"
তিনি বলেন, "শিক্ষার্থীরা যদি সঠিকভাবে এই বাসের রক্ষণাবেক্ষণ করে, তাহলে প্রধানমন্ত্রীর আন্তরিক এই উদ্যোগ টিকে থাকবে।"
২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কাছে বিমানবন্দর সড়কে বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিব নিহত হয়।
এ ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে সারা দেশে রাস্তায় নেমেছিল বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
সে সময় চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কাছে স্কুল বাসসহ বিভিন্ন দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।