বাস ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত রোববার
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/04/04/local_bus_0.jpg)
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর বিষয়ে আগামী রোববার সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিএ)।
বিআরটিএ'র পরিচালক ও মুখপাত্র মাহবুব-ই-রাব্বানী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা ও সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি আগামী রোববার বাস ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে।"
বাস মালিকদের ডাকা ধর্মঘটের বিষয়ে তিনি বলেন, "ধর্মঘটটি হঠাৎ করেই ডাকা হয়েছে। তাদের উচিত ছিল সরকারকে সময় দেওয়া।"
তবে সরকারি সিদ্ধান্তের আগেই রাজধানী ঢাকার গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
এদিকে ডিজেল ও কেরোসিন তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল শুক্রবার থেকে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে গণ পরিবহন ও পণ্য পরিবহন মালিকরা। শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পণ্য পরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
আগামীকাল শুক্রবার থেকে লঞ্চের ভাড়াও বাড়ানোর ঘোষণা দিয়েছেন লঞ্চ মালিকরা।
বিশ্ববাজারের জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় গতকাল বুধবার বাংলাদেশে ডিজেল ও কেরোসিন লিটার প্রতি ১৫ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।
বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অক্টোবরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) বিভিন্ন গ্রেডের জ্বালানি পণ্য বর্তমান মূল্যে সরবরাহ করায় মোট ৭২৬.৭১ কোটি টাকা লোকসান হয়েছে।
এ পরিস্থিতিতে ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুননির্ধারণ করে সরকার।