শনিবারেও খোলা থাকবে বিআরটিএ অফিস
নিরবিচ্ছিন্ন গ্রাহক সেবা নিশ্চিত করতে এখন থেকে শনিবারেও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) মেট্রো সার্কেল এবং জেলা সার্কেল অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ (২৬ ডিসেম্বর) বিআরটিএ'র উপ-পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাসুম বিল্লাহর সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত অব্যাহত থাকবে।
নিরবচ্ছিন্নভাবে গ্রাহক সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নির্দেশনায়। এতে গ্রাহকরা অফিসের সময়সূচি বিবেচনায় উপকৃত করবে বলে আশা করা হচ্ছে।