বিএসটিআই'র নেতৃত্বে সারাদেশে ভেজাল বিরোধী অভিযান
আসন্ন রমজান মাসে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্যের বিক্রি ঠেকাতে বাংলাদেশ স্ট্যান্ডার্ন্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নেতৃত্বে সারাদেশে অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছে শিল্পমন্ত্রণালয়।
রোববার সকালে শিল্প মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ এমপি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, মুড়ি খেজুর, সফট ড্রিংকস, ফ্রুট ড্রিংকস, ড্রিংক সিরাপ, ভোজ্যতেল, সরিষার তেল, ঘি, সেমাই, পানিসহ বিভিন্ন পণ্যের বাড়তি চাহিদা তৈরি হয়। এ সুযোগে কিছু ব্যবসায়ী অতি মুনাফার চিন্তা করে ভেজাল পণ্য বিক্রি করে।
ভেজাল ঠেকাতে ঢাকায় বিএসটিআই দুটি করে মোবাইল কোর্ট পরিচালনা করবে, ঢাকার আশপাশের জেলাগুলোতেও পুলিশ, র্যাবের সহযোগীতায় এসব মোবাইল কোর্ট পরিচালিত হবে। এছাড়া ঢাকার বাইরে প্রতিটি উপজেলায় ইউএনওদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে বলে জানান মন্ত্রী।
শিল্পমন্ত্রী বলেন, "মুসলিম দেশগুলোতে রোজায় ব্যবসায়ীরা পণ্যের দাম কমায়। কিন্তু আমাদের দেশের এক শ্রেণির ব্যবসায়ী রয়েছে যারা দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করে। এসব ব্যবসায়ীদের বিষয়ে সরকার জিরো টলারেন্স প্রদর্শন করবে।"
এ সময় চিনির মজুদ নিয়ে নূরুল মজিদ বলেন, বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশনের চিনি ন্যায্য মূল্যেই বিক্রি হবে।
তিনি খোলা চিনি ৬০ টাকা এবং প্যাকেটের চিনি ৬৫ টাকায় বিক্রি হবে বলে জানান।
তবে মন্ত্রীর দেওয়া তথ্যের চেয়ে চিনির দাম বেশি হবে উল্লেখ করে বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু বলেন, "সরকার আগে ডিলারদের কোন কমিশন দিত না। এবার থেকে খোলা চিনির ক্ষেত্রে ৩ টাকা করে ডিলারদের কমিশন ধরা হয়েছে। এতে করে ডিলাররা ৬৩ টাকায় চিনি বিক্রি করবে। এছাড়া প্যাকেটের চিনির ডিলারপ্রাইস ৬৮ টাকা। এটি যেসব সুপারশপে বা দোকানে বিক্রি হচ্ছে তা ৭৫ টাকার বেশি হবে না।"
বর্তমানে করপোরেশনের কাছে ৪০ হাজার টনের মত চিনি মজুদ রয়েছে বলে জানান তিনি। তবে বাজারে চিনির দাম বেশি বেড়ে গেলে সরকার ভ্রাম্যমান দোকানের মাধ্যমে ন্যায্যমূল্যে চিনি বিক্রি করবে।
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, "জনগণ যাতে ভেজাল খাদ্য থেকে মুক্ত থাকে সেজন্য মনিটরিং জোরদার করা হচ্ছে। কিছু ব্যবসায়ী ভেজাল দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। মহামারিতে মৃত্যুর কথা চিন্তা না করে বেশি করে অর্থকড়ি বানানোর জন্য চেষ্টা করছে। তাদের শাস্তির আওতায় আনতে হবে।"