বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি নিয়ে মাতারবাড়ী জেটিতে ভিড়েছে মাদার ভেসেল
কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি নিয়ে ইন্দোনেশিয়া থেকে কক্সবাজারের মাতারবাড়ি চ্যানেলের জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে মাদার ভেসেল এমভি ভেনাস ট্রায়াম্প।
পানামা পতাকাবাহী জাহাজটিকে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় জেটিতে নিয়ে আসা হয়। জাহাজটিতে বিদ্যুৎ প্রকল্পের ৭৩৬ টন যন্ত্রপাতি রয়েছে। এর আগে গত ২২ ডিসেম্বর ইন্দোনেশিয়া থেকে রওনা হয়ে মঙ্গলবার ভোরে বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছায়।
এরপর বন্দরের দুজন পাইলট টাগবোটের সহযোগিতায় জেটিতে নিয়ে আসে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন মো. আতাউল হাকিম সিদ্দিকি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এসব তথ্য জানান।
এ জাহাজে ৭৩৬ টন স্টিল স্ট্রাকটার আনা হয়েছে উন্নয়ন প্রকল্পের জন্য। এর মধ্যে রয়েছে বিম, কলাম, গার্ডার, টাওয়ার ইত্যাদি। জাহাজটির স্থানীয় এজেন্ট অ্যানসাইন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেড।
আতাউল হাকিম বলেন, জাহাজটি পণ্য আনলোডিং শেষে ৪ জানুয়ারি মাতারবাড়ি থেকে রওনা হওয়ার কথা রয়েছে। এরপর আগামী ৫ জানুয়ারি ইন্দোনেশিয়া থেকে বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে আরও একটি মাদার ভেসেল মাতারবাড়ীতে ভিড়বে।
উল্লেখ্য, মাতারবাড়ি চ্যানেলের একপাশে নির্মিত হয়েছে তিনটি জেটি; যেগুলো ব্যবহৃত হবে বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ সামগ্রী উঠা-নামার কাজে। আর অপরপাশেই গড়ে উঠবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। এই সমুদ্রবন্দর চালু হবে ২০২৫ সালে। তার আগেই ব্যবহার শুরু হচ্ছে সমুদ্রবন্দরের জন্য নির্মিত চ্যানেল বা জাহাজ প্রবেশের পথ।