বিমানবন্দরে কোভিড পরীক্ষার সুবিধা না থাকায় আটকে পড়েছেন বাংলাদেশি প্রবাসীরা
বাংলাদেশের বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্টের সুযোগ না থাকায় সমস্যায় পড়েছেন দেশে আটকে পড়া সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা।
গত শুক্রবার বাংলাদেশে আটকে পড়া সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের দেশটিতে ফেরত যাওয়ার সুবিধার্থে কিছু নিয়ম শিথিল করেছে ইউএই কর্তৃপক্ষ। তবে, এসকল যাত্রীকে অবশ্যই বিমানে ওঠার আগে ছয় ঘণ্টার মধ্যে করোনার র্যাপিড পিসিআর টেস্ট করতে হবে।
আল ব্লাউশি ট্রাভেলসের বিক্রয় ব্যবস্থাপক সৈয়দ মুদাসসির বলেন, "যেহেতু বাংলাদেশের বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্টের সুবিধা পাওয়া যাচ্ছে না, তাই বাসিন্দাদের সংযুক্ত আরব আমিরাত ভ্রমণের প্রয়োজনীয় শর্ত পূরণ হচ্ছে না।"
সংযুক্ত আরব আমিরাতে ফেরত যেতে চাওয়া বেশ কিছু বাংলাদেশি কোয়ারেন্টিনের জন্য তৃতীয় বিশ্বের দেশগুলোকে আশ্রয় হিসেবে বেছে নিয়েছেন।
গালাদারি ইন্টারন্যাশনাল ট্রাভেল সার্ভিসের মাইস অ্যান্ড হলিডেজ ম্যানেজার মীর ওয়াসিম রাজা বলেন, দেশের ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশিদের কোয়ারেন্টিনের জন্য "সবচেয়ে কার্যকর" গন্তব্য হলো শ্রীলঙ্কা।
মুদাসসির বলেন, আটকে পড়া কিছু প্রবাসী দক্ষিণ ইউরোপীয় দেশ এবং মধ্য এশিয়ার দেশগুলোকেও কোয়ারেন্টিনের জন্য বেছে নেন। "মন্টিনিগ্রো, আলবেনিয়া এবং সার্বিয়া'র মত দেশগুলোতে এসকল প্রবাসীরা যাচ্ছেন বলে জানান তিনি।
এদিকে আবু হেইল'এ মুদি দোকান চালানো একজন বাংলাদেশি প্রবাসী সৈয়দ আশরাফুল। গত ছয় মাস ধরে তিনি তার কর্মীদের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।
"কর্মীদের মধ্যে দুজন মার্চ থেকে ছুটিতে ছিলেন, কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এখন পর্যন্ত তারা ফিরে আসতে পারেননি। আমি শুনেছি যে বাংলাদেশের বিমানবন্দরে প্রয়োজনীয় র্যাপিড পিসিআর টেস্টের সুবিধা নেই," বলেন তিনি।
আশরাফুল আরও বলেন, "হাজারো মানুষ উপসাগরীয় দেশগুলোতে ফিরে যেতে ইচ্ছুক, কিন্তু তারা পারছে না।"
- সূত্র: খালীজ টাইমস