বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গুচ্ছ ভিত্তিতেই
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত বা কেন্দ্রীয় নয়, গুচ্ছ পদ্ধতিতে চার ধাপে ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের ৩৪টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে। এর আগে ১১ ফেব্রুয়ারি সব উপাচার্যের সঙ্গে বৈঠক করেই এবার থেকে সমন্বিত পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল ইউজিসি।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ের ইউজিসি কার্যালয়ে উপাচার্যদের সঙ্গে সভা করেন ইউজিসি চেয়ারম্যান। সভাশেষে তিনি সাংবাদিকদের জানান, সাত কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও সমন্বিত নয়, বরং গুচ্ছ ভিত্তিতেই এবারের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
এক্ষেত্রে সমমনা বিশ্ববিদ্যালয়গুলোকে ভাগ করা হবে চারটি গুচ্ছে। সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি গুচ্ছ করে নেওয়া হবে পরীক্ষা।
অবশ্য ১৯৭৩-এর আদেশে চলা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আগেই জানিয়ে রেখেছে, ইউজিসির কেন্দ্রীয় পরীক্ষায় তারা অংশ নেবে না।