বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা কমানোর দাবিতে বিক্ষোভ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/02/28/bhb.jpg)
নতুন গুচ্ছ পদ্ধতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার আবেদন যোগ্যতা হিসেবে এসএসএসি ও এইচএসসির পূর্বের জিপিএ বহাল রাখার দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেছে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুক শীক্ষার্থীরা।
রোববার বেলা ১ টায় প্রায় শখানেক শিক্ষার্থীর অংশগ্রহণে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, "আমরা মেধার ভিত্তিতে মূল্যায়ন চাই। যেহেতু অটোপাস দেওয়া হয়েছে সেহেতু জিপিএ কোনো সঠিক মাপকাঠি হতে পারে না। সবাইকে পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। পরীক্ষায় প্রাপ্ত নাম্বারই হোক বিশ্ববিদ্যালয় ভর্তির একমাত্র মাপকাঠি।"
সমাবেশে অন্যান্যদের মাঝে সংহতি বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মুস্তফা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সভাপতি আতিফ অনিক প্রমুখ।
এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্তে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়।
২০২০ সালে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কোনও পরীক্ষায় জিপিএ-৩ এর নিচে থাকলে আবেদন করা যাবে না।
মানবিক বিভাগের পরীক্ষায় অংশ নিতে হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৬ থাকতে হবে। ব্যবসায়ে শিক্ষা বিভাগের জন্য মোট জিপিএ-৬.৫ এবং বিজ্ঞানে মোট জিপিএ-৭ থাকতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচির ভিত্তিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য আলাদা তিনটি পরীক্ষা হবে।