মঙ্গলবার সন্ধ্যায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আম্পান’, ৭ নম্বর বিপদ সংকেত
বঙ্গোপসাগরে শক্তিশালী হয়ে ওঠা ঘূর্ণিঝড় আম্পান আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।
সোমবার বিকেলে চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের উপপরিচাক আসাদুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং এই অবস্থায় চট্টগ্রাম ও কক্সবাজারকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের জলবায়ু বিশেষজ্ঞ ফরিদ আহমেদ বলেন, আম্পান বাংলাদেশ উপকূলের খুলনা থেকে চট্টগ্রামের সীমা ঘেঁষে অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড়টি সোমবার বিকেলে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০০০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০৯০ কিলোমিটার, মংলা সমুদ্রবন্দর থেকে ১০৭০ কিলোমিটার, এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১০৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১১০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
সামুদ্রিক ঝড়টির তীব্রতা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। অতিরিক্ত শক্তি নিয়ে ঝড়টি উত্তর থেকে উত্তর-পশ্চিমমুখী গতিপথ নিয়ে এরপর উত্তর থেকে উত্তর-পূর্বমুখী দিশা নিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করবে।