বেতনের দাবিতে চট্টগ্রামে ন্যাশনাল হাসপাতাল ও আমিন জুট মিলে বিক্ষোভ
বেতন ও বোনাসের দাবিতে চট্টগ্রাম বিক্ষোভ কর্মসূচী পালন করেছে নগরীর ন্যাশনাল হাসাপতালের নার্স কর্মচারী এবং আমিন জুট মিলের শ্রমিকরা।
সোমবার ( ১৮ মে) পৃথক এই কর্মসূচী পালিত হয়। দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মেহেদীবাগ এলাকায় অবস্থিত ন্যাশনাল হাসপাতালের সামনে বেতন এবং বোনাসের দাবীতে বিক্ষোভ করে ওই হাসপতালে কর্মরত নার্স এবং কর্মচারীরা।
ন্যাশনাল হাসপতালের আন্দোলনরত নার্স ও কর্মচারীরা জানান, করোনাকালীন এই দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও হাসপাতাল কর্তৃপক্ষ ঈদের আগে বেতন বোনাস পরিশোধ করছে না। তাই বাধ্য হয়ে তারা আন্দোলন করছেন।
ন্যাশনাল হাসপাতালের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বকেয়া বেতনের দাবিতে কিছু নার্স ও কর্মচারী জড়ো হয়েছিলো। ফান্ড স্বল্পতার কারণে তাদের বেতন বোনাস দিতে কিছুটা বিলম্ব হচ্ছে। কর্তৃপক্ষ বলেছেন পর্যায়ক্রমে তাদের বেতন বোনাস দেওয়া হবে।
এদিকে সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকার শহীদ মিনার গেইটে মানবন্ধন কর্মসূচি পালন করেছেন আমিন জুল মিলের শ্রমিকরা।
সরকারি সাধারণ ছুটিতে বদলি শ্রমিকদের মজুরির দাবিতে বিক্ষোভ করেন তারা। এসময় শ্রমিকরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার প্রদর্শন করেন।
আমিন জুট মিলের শ্রমিক আয়েশা আক্তার বলেন, করোনাভাইরাসের মহামারিতে আমরা মজুরী পাচ্ছি না। পরিবার নিয়ে দিন যাপন করতে আমরা সমস্যায় আছি।
আমিন জুট মিল শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক কামাল উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটিকালীন সময়ে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রায়ত্ব পাটকল সমূহের স্থায়ী এবং অস্থায়ী সকল শ্রমিকদের মজুরী পরিশোধ করার কথা। কিন্তু মিল কর্তৃপক্ষ অস্থায়ী শ্রমিকদের সাধারণ ছুটিকালীন সময়ে কোন মজুরী পরিশোধ করছেনা। আমিন জুট মিলে ৩২০ জনসহ চট্টগ্রামের ৮ টি পাটকলের প্রায় ১৫ শ অস্থায়ী শ্রমিক মজুরী বঞ্চিত। অস্থায়ী শ্রমিকদের মজুরীর দাবীতে আমিন জুট মিলে শ্রমিকরা মানবন্ধন কর্মসূচী পালন করেছে। তদের সাথে স্থায়ী শ্রমিকরাও অংশ নেয়।
এ ব্যাপারে আমিন জুটমিল ব্যবস্থাপক কামরুল ইসলামের সাথে টেলিফোনে যোগাযোগের চেষ্টা হলেও তাকে পাওয়া যায়নি।