বেতনের দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও বটতল এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন সাদ মুসা গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার বেলা ১টার দিকে শ্রমিকরা কারখানার ফটকে বিক্ষোভ শুরু করেন। এরপর বিক্ষুব্ধ কিছু শ্রমিক রাস্তা অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন দেওয়া হবে জানালে শ্রমিকরা রাস্তা থেকে সরে যান।
পুলিশ জানিয়েছে, চার মাস ধরে বেতন পাচ্ছেন না ওই কারখানার শ্রমিকরা। বারবার আশ্বাস দিয়েও তাদের বেতন পরিশোধ করছে না মালিকপক্ষ।
বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, দুই দিন ধরে সাদ মুসা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। মঙ্গলবার দুপুরে শ্রমিকরা কারখানার ফটক বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর কিছু শ্রমিক রাস্তা অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
তিনি বলেন, "কারখানার কর্মকর্তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা বকেয়া চার মাসের বেতনের মধ্যে আগামী সপ্তাহে এক মাসের এবং এর পরের সপ্তাহে আরেক মাসের বেতন শ্রমিকদের দেবে বলে জানিয়েছেন। বাকিগুলো পর্যায়ক্রমে দেওয়া হবে বলে কারখানার কর্মকর্তারা নিশ্চিত করেছেন।"
তবে এ ব্যাপারে সাদ মুসা গ্রুপের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
একই কারখানার শ্রমিকরা ২০১৮ সালের ২১ মার্চে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।