ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ থাকবে আরও দুই সপ্তাহ
সোমবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত আরও দুই সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
দেশটির সঙ্গে স্থলসীমান্ত দিয়ে লোকজনের আসা-যাওয়া ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।
সোমবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।