ভুয়া ফেসবুক আইডি খুলে ত্রাণ চেয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
চট্টগ্রামে একটি শিল্পগ্রুপের মালিকের মেয়েসহ একাধিক নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা দায়ে এক যুবককে আটক করেছে পুলিশ। গ্রেফতার মো. জুবাইরুল হক জিয়ান সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক।
শনিবার তাকে গ্রেফতার করা হয় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার হাসান মো. শওকত আলী।
গ্রেফতার জিয়ান গত ছয় মাস ধরে প্রতারণা করে আসছিলেন। তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, পাঁচটি সিমসহ প্রতারণা বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার জুবাইরুল হক জিয়ানকে রোববার আদালতে হাজির ও রিমান্ডের আবেদন করার কথা রয়েছে।
শওকত আলী বলেন, জুবাইরুল হক জিয়ান ভুয়া আইডি খুলে আপত্তিকর পোস্ট করে আসছিল। এছাড়া করোনাভাইরাসে সৃষ্ট সংকটকে পুঁিজ করে ত্রাণ বিতরণের নামে প্রতারণা মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা আদায় করছিল। সম্প্রতি এক ব্যক্তি তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করে। এরপর তদন্ত করে জিয়ানের সম্পৃক্ততার প্রমাণ মেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারণা বিষয়টি স্বীকার করেছে।
উপ-কমিশনার আরও বলেন, গ্রেফতার যুবকের ব্যবহৃত মোবাইলে প্রতারণার বিভিন্ন উপাদান পাওয়া যায়। তার কাছে একাধিক সিম ও মোবাইল ফোন পাওয়া গেছে। তার মোবাইলে কণ্ঠ পরিবর্তনের একটি অ্যাপস পাওয়া গেছে। মূলত অ্যাপসটি ব্যবহার করে নারী সেজে মানুষের সঙ্গে প্রতারণা করতো গ্রেফতার যুবক।
এর আগে ৫ এপ্রিল ফেসবুকের কয়েকটি ভুয়া আইডি দিয়ে প্রতারণা অভিযোগে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন আলভি নামে এক ব্যক্তি। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় কাউন্টার টেরোরিজম ইউনিট।