মাদক মামলা থেকেও ইরফান সেলিমের অব্যাহতি
হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে চকবাজার থানায় করা মাদক মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
সোমবার (১ ফেব্রুয়ারি) ঢাকা ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাকে অব্যাহতি দেন।
গত ৫ জানুয়ারি পরিদর্শক মুহাম্মদ দেলোয়ার হোসেন অব্যাহতির সুপারিশ করে মাদক ও অস্ত্র মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এর আগে ১৮ ফেব্রুয়ারি অস্ত্র মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ওই মামলা থেকে ইরফান সেলিমকে অব্যাহতি দেন আদালত।
গত ২৮ ফেব্রুয়ারি চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) দেলোয়ার হোসেন বাদী হয়ে হাজী সেলিম ও তার দেহরক্ষীর বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য রাখার অভিযোগে দুটি মামলা দায়ের করেন।
নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধরের কারণে ইরফান সেলিমকে গত বছরের অক্টোবরে পুরান ঢাকার দেবদাস লেনের তার বাবার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
নৌবাহিনীর লেফটেন্যান্ট মো. ওয়াসিফ আহমেদ খান তাকে মারধরের ঘটনায় ধানমন্ডি থানায় ইরফান সেলিম, প্রোটকল অফিসার এবি সিদ্দিক দিপু, মোহাম্মদ জাহিদ ও মিজানুর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালের কাছে সন্ধ্যা ৭:৪৫ এর দিকে ইরফান সেলিমের গাড়ি ওয়াসিফ আহমেদের মোটরসাইকেল ধাক্কা মারে।
গাড়ি থেকে নেমে ইরফান সেলিম ও তার সঙ্গে থাকা অন্যরা তাকে কিল-ঘুষি মারেন এবং মেরে ফেলার হুমকি দেন। তার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজও করেন তারা।