হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেপ্তার
বুধবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়
ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চকবাজার থানার ওসি রেজাউল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া একটার দিকে চকবাজার থানার একটি টিম সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে।"
সোলাইমান সেলিম ঢাকা-৭ ও ঢাকা-৮ আসনের সাবেক এমপি হাজী সেলিমের বড় ছেলে। হাজী সেলিম কিছুদিন আগে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন।