মাদারীপুরে ফেরি থেকে নামার সময় পদদলিত হয়ে ৫ জনের মৃত্যু
মাদারীপুরের বাংলা বাজারে ফেরি থেকে নামার সময় পৃথক ঘটনায় পদদলিত পাচঁজনের মৃত্যু হয়েছে।
আজ দুপুরে পৃথক দুটি ঘটনায় এ প্রাণহানি ঘটে বলে জানিয়েছে মাদারীপুরের স্থানীয় প্রশাসন।
বাংলা বাজার ট্রাফিক পুলিশ পরিদর্শক আশিকুর রহমান জানান, শাহ পরাণ ও এনায়েতপুরী ফেরিতে পদদলিত হয়ে পাচঁজনের মৃত্যু হয়।
তিনি বলেন, এনায়েতপুরী ফেরি বাংলা বাজার ঘাটে নামার সময় পদদলিত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।
এছাড়া, বাংলা বাজার ঘাটে শাহ পরাণ ফেরি থেকে যাত্রী নামার সময় আনচুর (১৫) নামে একজন পদদলিত হয়ে মারা যান। তিনি শরিয়তপুরের নড়িয়ার কালিকা প্রসাদ গ্রামের গিয়াসউদ্দিন মাদবরের ছেলে।