মামুনুল হকসহ ১৪ হেফাজত নেতা কাশিমপুর কারাগারে
হেফাজত নেতা মামুনুল হক ও কথিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীসহ ১৪ হেফাজতে ইসলামের নেতাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের এ কারাগারে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। মামুনুল হক হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার দেব দুলাল জানান, দেশের আলোচিত ঘটনায় গ্রেপ্তার হয় হেফাজত ইসলামের নেতা মামুনুল হকসহ অনেকেই। পরে তাদেরকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। এক পর্যায়ে মঙ্গলবার রাতে পুলিশি হেফাজতে মামুনুল হক ও রফিকুল ইসলাম মাদানীসহ ১৪ জন হেফাজতে ইসলামের নেতাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য ও কথা বলায় শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে আটক করা হয়। পরে এ ঘটনায় গাজীপুরে মামলা দায়ের করা হলে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর পর তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়। এরপর তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন। রিমান্ডের কারণে তাকে ঢাকার নেওয়া হয়। সেখান থেকে তাকে কেরানীগঞ্জ কারাগারে বন্দি রাখা হয়েছিল। পরে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়েছে।