মুক্তির জন্য ২৯৮ বন্দির তালিকা পাঠিয়েছে দিনাজপুর কারাগার
করোনাভাইরাস পরিস্থিতিতে মুক্তি দেওয়া যেতে পারে এমন ৩৫ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ ২৯৮ জনের তালিকা দিয়েছে দিনাজপুর জেলা কারাগার।
শনিবার তালিকাটি কারা অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর কারাগারের সুপার বজলুর রশিদ আখন্দ।
তিনি বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যারা ২০ বছর সাজা খেটেছেন, যাদের সাজা সর্বোচ্চ এক বছর এবং যাদের সাজা সবোর্চ্চ ৬ মাস বা তার নিচে- এমন তিনটি তালিকা পাঠানো হয়েছে। সরকারের চাহিদা অনুযায়ী সারা দেশ থেকেই এই তালিকা পাঠানো হয়েছে। এ নিয়ে মন্ত্রণালয়ে মিটিং চলছে।
অপেক্ষাকৃত লঘু অপরাধে এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি যাদের ইতিমধ্যেই ২০ বছরের অধিক সাজাভোগ করেছেন ও কর্মক্ষম নন- এমন আসামিদের তালিকা যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয়ে জমা দেবে কারা অধিদপ্তর।
করোনাভাইরাস পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এই বিশেষ জামিনের উদ্যোগ নিয়েছে।