মুন্সিগঞ্জের ষোলঘরে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৯
ঢাকা -মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় মাইক্রোবাসের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) দুপুর সোয়া দুইটায় এ দুর্ঘটনা ঘটে।
এতে আহত হয়েছে আরও কমপক্ষে ১২ জন যাত্রী।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানান, ঢাকা মাওয়া মহাসড়কের ষোলঘর এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুৃখি সংঘর্ষে এখন পর্যন্ত কমপক্ষে ১০ জন মারা গেছে। নিহতের মধ্যে আটজনের মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। শুনেছি বাকি দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা গেছে। তবে বিষয়টি আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারি নি।
তিনি বলেন, নিহতরা সবাই স্থানীয় লোকজন হওয়ায় তাদের পরিচয় সনাক্ত হয়েছে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
ঢাকা মাওয়া মহাসড়কে ঢাকা থেকে মাওয়াঘাটগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিকে থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়। তিনি জানান, খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করে। দুর্ঘটনায় পতিত মাইক্রোবাসটি সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ধারণা করা হচ্ছে নিহতদের বেশীরভাগ যাত্রীই মাইক্রোবাসের।
তিনি আরও বলেন, নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। আহতদের চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।
আহতদের জাহাঙ্গীর হোসেন (৪৫) কে বিকেল সাড়ে চারটায় এবং রূপা আকতারকে ৪ টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। দুজনেই মাথা ও শরীর মারেয়াত্মক আঘাতপ্রাপ্ত হন। বিকেল সোয়া পাঁচটায় মারা যান রূপা।
জাহাঙ্গীর হোসেন এখনও চিকিৎসাধীন আছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশ ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেন।