মৌলভীবাজারে এক কেজি ইয়েলো টি ১২ হাজার ২০০ টাকায় বিক্রি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্রে কেজি প্রতি ইয়েলো টি বিক্রি হলো ১২ হাজার ২০০ টাকায়। নিলামে দুই কেজি ইয়েলো টি ক্রয় করে 'পপুলার টি হাউজ' নামের একটি প্রতিষ্ঠান।
১৮ মার্চ সকালে শ্রীমঙ্গলে ২০তম চা নিলাম অনুষ্ঠিত হয়। এর আগে চট্টগ্রাম নিলামে নতুন জাতের এই চায়ের দাম উঠেছিল ৮ হাজার ৩শ টাকা।
এই চা উৎপাদন করে নিলামে অংশ নেয় হবিগঞ্জের বৃন্দাবনপুর চা-বাগান কর্তৃপক্ষ। এর আগেও নিলামে একই স্থানে বাগান কর্তৃপক্ষ হোয়াইট টি নিয়ে অংশ নিয়েছিল। তখন হোয়াইট টি কেজি প্রতি বিক্রি হয় ৫ হাজার টাকা।
একই দিনে শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে ব্ল্যাক টি বিক্রি হয় ১০ হাজার কেজি, যার বাজার দাম ১৬ লাখ টাকা।
বৃন্দাবনপুর চা বাগান, হবিগঞ্জ এর ম্যানেজার, নাসির উদ্দিন খান জানান, 'আমরা এর আগে গ্রীন টি বাজারে নিয়ে এসেছিলাম, এরপর হোয়াইট টি বাজারে এনেছি, এখন ইয়েলো টি বাজারে নিয়ে আসলাম'।
করোনা পরিস্থিতির কারণে এবার কিছুটা বিলম্বে শ্রীমঙ্গলে চা নিলাম প্রক্রিয়া শুরু হয়েছে। টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিপিটিএবি) ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ নিলামে দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক বায়ার ও দুটি ব্রোকার হাউজ অংশ নেয়।
টিপিটিএবির সদস্য সচিব জহর তরফদার বলেন, 'এ বছর চট্টগ্রামে ৪২টি ও শ্রীমঙ্গলে ২০টি নিলাম অনুষ্ঠিত হবে। শ্রীমঙ্গলে আগে প্রতি মাসে একটি করে নিলাম অনুষ্ঠিত হত। এ বছর থেকে প্রতি মাসে দুটি নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হবে। মাসের প্রথম ও তৃতীয় সপ্তাহের বুধবার শ্রীমঙ্গলে চায়ের নিলাম হওয়ার কথা রয়েছে'।