যুক্তরাজ্যফেরত যাত্রীদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা
যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় সেদেশ থেকে আসা যাত্রীদের ব্যাপারে বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। 'যুক্তরাজ্য থেকে আগত যাত্রীদের কোয়ারেন্টিন ব্যবস্থা পুনর্মূল্যায়ন প্রসঙ্গে' শিরোনামে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দেশ থেকে আসা সব যাত্রীকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হবে।
আগামীকাল শুক্রবার থেকে শুরু করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চালু থাকবে এ ব্যবস্থা।
বিজ্ঞপ্তিতে তিনটি নির্দেশনা উল্লেখ করা হয়:
১। যুক্তরাজ্য থেকে আগত সকল যাত্রীকে সরকার নির্ধারিত হোটেলে কমপক্ষে চারদিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা গ্রহণ করা হবে। হোটেলের যাবতীয় খরচ যাত্রী নিজে বহন করবেন। কোনো যাত্রী হোটেলে থাকতে অপারগ হলে সরকারি ব্যবস্থায় নির্ধারিত সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করা হবে।
২। চারদিনের পর কোভিড-১৯ পিসিআর পরীক্ষার জন্য নমুনা প্রেরণ করা হবে। কোভিড-১৯ পিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে মোট ১৪ দিন কোয়ারেন্টিন সম্পন্ন করার জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে হোম কোয়ারেন্টিনে প্রেরণ করা হবে।
৩। কোভিড-১৯ পিসিআর পরীক্ষার ফলাফল পজিটিভ হলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে সরকার নির্ধারিত হাসপাতালে আইসোলেশনে প্রেরণ করা হবে। হাসপাতালের যাবতীয় খরচ যাত্রী নিজে বহন করবেন।