রাইড শেয়ারিং সেবা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভে মোটরসাইকেল চালকেরা
রাইড শেয়ারিং সেবা বন্ধের প্রতিবাদে সকাল থেকে ধানমন্ডি ২৭ মোড়, বাড্ডা এবং প্রেসক্লাবসহ রাজধানীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল চালকেরা বিক্ষোভ করছেন।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আজ বৃহস্পতিবার থেকে সব ধরণের রাইড শেয়ারিং সেবা বন্ধ রাখার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
এছাড়া দেশে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে অন্যান্য পরিবহন ব্যবস্থাগুলোর উপরেও সরকারের নানা বিধি নিষেধ আরোপিত হয়েছে।
গত সোমবার (২৯ মার্চ) করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আগামী দুই সপ্তাহের জন্য এ সংক্রান্ত ১৮ দফা নির্দেশনা জারি করা হয়।
সরকারী নির্দেশনা অনুযায়ী, গণপরিবহনগুলো ধারণ ক্ষমতার শতকরা ৫০ শতাংশ যাত্রী পরিবহন করবে। অন্যদিকে যাত্রীদের ভাড়া গুণতে হবে ৬০ শতাংশ বেশি।