রাঙামাটিতে ২জন চিকিৎসকসহ নতুন আক্রান্ত আরও ৫
সর্বশেষ করোনাভাইরাস থেকে মুক্ত জেলা রাঙামাটিতে নতুন করে দুজন চিকিৎসকসহ আরও ৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
বুধবার সন্ধ্যায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম ইনচার্জ ডা.মোস্তফা কামাল।
তিনি জানান, আক্রান্ত দুজন চিকিৎসকের মধ্যে একজন রাঙামাটি জেনারেল হাসপাতালের এবং অন্যজন রাঙামাটি সদরের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক। এছাড়া অন্য তিনজনের মধ্যে বিলাইছড়ি উপজেলা থেকে দুজন ও রাজস্থলী উপজেলা থেকে একজন আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা বর্তমানে হোম আইসোলেশনে আছেন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। এর মধ্যে ৪ জনের করোনাভাইরাস পরীক্ষা করে নেগেটিভ পাওয়া গেছে। হোম আইসোলশনে আছেন দুই চিকিৎসক এক নার্সসহ ৬ জন।