রাজধানীতে চিকিৎসক খুন
রাজধানীর ধানমন্ডির কলাবাগানের একটি বাসা থেকে সোমবার এক চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম ডা. সাবিরা রহমান (৪৭)। তিনি রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তার শরীলে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
ধানমন্ডির কলাবাগান ফার্স্ট লেনের একটি বাড়ির চতুর্থ তলা থেকে ওই চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কলাবাগান পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর সুবিত আহমেদ।
রমনা ডিভিশনের (নিউমার্কেট জোন) এডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার (এডিসি) শাহেনশাহ মাহমুদ জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হবে