রাজধানীসহ বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন, পুলিশকে সতর্ক থাকার নির্দেশ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরবিরোধী ইসলামী দলগুলোর বিক্ষোভের কারণে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান আজ শনিবার বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।
গতকাল দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসাশিক্ষার্থী, ধর্মভিত্তিক দলের নেতা-কর্মীদের সঙ্গে সরকার দলীয় সদস্য ও পুলিশের সংঘর্ষে মারা গেছেব অন্তত পাঁচজন, আহত হয়েছেন কয়েক ডজন।
এছাড়াও দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এবং সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা বলেন, "পুলিশ স্টেশনে হামলা হতে পারে এমন আশঙ্কা থেকে পুলিশের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।"
গতকাল শুক্রবার ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলাম ও অন্যান্য ইসলামী দলগুলোর নরেন্দ্র মোদির সফর বিরোধী বিক্ষোভের সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। সংঘর্ষে অন্তত পাঁচজন মারা গেছেন, আহত হয়েছেন কয়েক ডজন।