মিরপুর-১০ নম্বরে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সতর্ক অবস্থান
রাজধানীর মিরপুর-১০ নম্বরে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।
মিরপুর-১০ এর গোল চত্বরে সাঁজোয়া যানসহ শতাধিক পুলিশ এবং ফায়ার স্টেশনের সামনে অবস্থান নিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অর্ধশতাধিক সদস্য। এছাড়া, মিরপুর-১০ থেকে মিরপুর-১৩ নম্বর সড়কের রাস্তায় ৩০ জনের মতো সেনা সদস্যের অবস্থান নিতে দেখা গেছে।
দুপুর ২:২০ এর দিকে আওয়ামী লীগের ৩০-৪০ জন নেতাকর্মীকে মিরপুর-১১ থেকে মিরপুর-১০ এর দিকে মিছিল দিতে দেখা যায়।
পুলিশ সদস্যদের লাঠি ও শটগান নিয়ে টহলে দিতে দেখা গেছে।
উল্লেখ্য, মিরপুর-১০-সহ এর আশপাশের এলাকাগুলো কোটা সংস্কার আন্দোলনের সময় অন্যতম হটস্পট ছিল। বুধবার থেকে শনিবার (১৭-২০ জুলাই) পর্যন্ত এ এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে বেশ কয়েকজনের মৃত্যুসহ হতাহত হন কয়েকশ আন্দোলনকারী ও স্থানীয় বাসিন্দা।