রাজশাহীর বড়াল নদীতে ভাসছে চারটি মরদেহ
রাজশাহীর চারঘাট উপজেলার বড়াল নদীর স্লুইচগেটের নিচে চারটি অজ্ঞাত পচা মরদেহ ভাসতে দেখা গেছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে কচুরিপানার মধ্যে মরদেহগুলো ভেসে এসে স্লুইচগেটে আটকায়। এসময় লোকজন বিষয়টি দেখে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কুণ্ডু জানান, আপাতত তিনটি মরদেহের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। অন্যটিকে মরদেহের মতো মনে হলেও কচুরিপানায় ঢেকে থাকায় এখনও বোঝা যাচ্ছে না।
তিনি আরও জানান, মরদেহগুলোর মধ্যে দুটি পুরুষ, দুটি নারী বলে ধারণা করা হচ্ছে। পচে যাওয়ায় ঠিকমতো চেনা যাচ্ছে না। উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।
পদ্মা নদী থেকে স্রোতে বড়াল নদীতে মরদেহগুলো ভেসে আসতে পারে মনে করা হচ্ছে।