ফুটফুটে শিশু আর মায়ের লাশ মর্গে, মেলেনি পরিচয়, নিতে আসেনি কোনো স্বজন

শিশুটির পরনে ধূসর রঙের হাফ হাতা গেঞ্জি আর নীল পায়জামা। শিশুটির হাতে, মুখে ও জামাকাপড়ে ছাই লেগে আছে। পায়ে জুতা নেই, দুই পায়ে দুটো মোজা। বাঁ পায়ের মোজাটি অর্ধেক খোলা। পাশেই শুয়ে রাখা হয়েছে তার মায়ের...