রাশিয়ার স্পুটনিক-ভি কোভিড-১৯ ভ্যাকসিনের অনুমোদন দিলো বাংলাদেশ
রাশিয়ার স্পুটনিক-ভি কোভিড-১৯ ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিলো বাংলাদেশ।
মঙ্গলবার ঔষুধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) এক সভায় এ সিদ্ধান্ত প্রকাশ করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জামবিষয়ক কমিটি এই অনুমোদন দিয়েছে।
ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, রাশিয়ান ভ্যাকসিন আমদানি ও ব্যবহারে এখন আর কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।
এর আগে, বাংলাদেশের স্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একটি কো-প্রোডাকশন ব্যবস্থার মাধ্যমে 'স্পুটনিক' কোভিড-১৯ ভ্যাকসিন এ দেশে উৎপাদনের প্রস্তাব দেয় রাশিয়া।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানিয়েছিলেন, ভ্যাকসিন কো-প্রোডাকশনের ব্যাপারে রাশিয়ার প্রস্তাবে বাংলাদেশ সম্মত হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বলে রাখা ভালো, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার পর স্পুটনিক-ভি বাংলাদেশে ব্যবহারের অনুমোদন পাওয়া দ্বিতীয় কোভিড-১৯ ভ্যাকসিন।