রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে নরেন্দ্র মোদির সাক্ষাৎ
সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আজ বঙ্গভবনে পৌঁছানোর পর মোদিকে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে রাষ্ট্রপতির সঙ্গে ওই সাক্ষাৎ করতে যান মোদি।
এর আগে, আজ শনিবার বাংলাদেশ ও ভারতের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক শেষে স্বাস্থ্য, বাণিজ্য, পারস্পরিক সহযোগিতা-সহ বিভিন্ন সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়।
এছাড়া এ সময়ে তারা ঢাকা-নিউ জলপাইগুড়ি 'মিতালি এক্সপ্রেস ট্রেন' এবং তিনটি নতুন বর্ডার হাট-সহ আটটি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন।
দুদিনের সফর শেষে আজ রাতে মোদির ঢাকা ছাড়ার কথা রয়েছে।